News71.com
 International
 19 Oct 23, 06:15 PM
 165           
 0
 19 Oct 23, 06:15 PM

ফিলিস্তিনের তুলনায় ইসরাইলে ১০০ গুন বেশি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের তুলনায় ইসরাইলে ১০০ গুন বেশি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে ইসরাইলেও সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ফিলিস্তিনের তুলনায় এ সহায়তার আকার ১০০ গুন বেশি। 

 

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, হামাসের হামলার কারণে বেসামরিক লোকদের দোষারোপ ও দুর্ভোগে ফেলা উচিত হবে না। আমরা আমাদের সহযোগীদের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সহায়তা অব্যাহত রাখবো। যারা নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার চেষ্টা করছে তাদের খাদ্য, পানি ও স্বাস্থ্য সহায়তা দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন