News71.com
 International
 19 Oct 23, 03:20 PM
 183           
 0
 19 Oct 23, 03:20 PM

গাজায় হাসপাতালে হামলার ঘটনায় তদন্ত চায় জাতিসংঘ

গাজায় হাসপাতালে হামলার ঘটনায় তদন্ত চায় জাতিসংঘ

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলার ঘটনায় তদন্তের দাবি করেছে জাতিসংঘ। একইসঙ্গে গাজায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকেও নজর রাখার কথা জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়।

 

ভয়াবহ ওই হামলায় শত শত বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার বিবরণ স্পষ্ট করার জন্য জাতিসংঘ তদন্তে জড়িত হবে কিনা জানতে চাওয়া হলে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সংঘাতের এখনও ‘শুরুর দিনগুলো’ চলছে এবং ‘তদন্তের মাধ্যমে কী করা হয় তা জাতিসংঘকে দেখতে হবে’। তিনি আরো বলেন,“‘তবে এই বিষয়ে তদন্ত হওয়াটা অপরিহার্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন