News71.com
 International
 20 Sep 23, 03:25 PM
 141           
 0
 20 Sep 23, 03:25 PM

বাইডেনের রাজসিক ভোজসভায় বিশ্বনেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

বাইডেনের রাজসিক ভোজসভায় বিশ্বনেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

 

 

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে দিনের কর্মসূচি সেরে সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনা ও রাজসিক ভোজসভায় অন্যান্য বিশ্বনেতাদের সাথে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফাস্ট লেডি জিল বাইডেনের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। 

 

এর আগে উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্য সেবায় বৈশ্বিক সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএর ৭৮তম অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক’ শীর্ষক উচ্চস্তরের সাইডলাইন সেশনে এ আহ্বান জানান তিনি। এ মডেলে আগ্রহীদের সহায়তার বিষয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, জো বাইডেনের ভোজসভার পরে তিনটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন