News71.com
 International
 20 Sep 23, 12:16 AM
 22           
 0
 20 Sep 23, 12:16 AM

কানাডার কুটনীতিককে বহিস্কার করে 'বদলা' নিল ভারত॥

কানাডার কুটনীতিককে বহিস্কার করে 'বদলা' নিল ভারত॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ এবার যেন বদলা নিল ভারত। দেশটি কানাডার একজন সিনিয়র কূটনীতিককে আগামী পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। তবে এ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে কানাডাও ভারতীয় একজন কূটনীতিককে তাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। চলতি মাসে জি-২০ সম্মেলন শেষ হতে না হতেই ভারত ও কানাডার সম্পর্কের ফাটল প্রকাশ্যে এসেছে। শুরুতে দেশটি ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিত করেছে। এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল সোমবার দেশটির পার্লামেন্টে চাঞ্চল্যকর এক দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন