আন্তর্জাতিক ডেস্কঃ এবার যেন বদলা নিল ভারত। দেশটি কানাডার একজন সিনিয়র কূটনীতিককে আগামী পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। তবে এ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে কানাডাও ভারতীয় একজন কূটনীতিককে তাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। চলতি মাসে জি-২০ সম্মেলন শেষ হতে না হতেই ভারত ও কানাডার সম্পর্কের ফাটল প্রকাশ্যে এসেছে। শুরুতে দেশটি ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিত করেছে। এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল সোমবার দেশটির পার্লামেন্টে চাঞ্চল্যকর এক দাবি করেন।