আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্পর্ককে আরও গভীর করতে চান জো বাইডেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বাংলাদেশে কমিউনিটি হেলথ কমপ্লেক্স তৈরি করেছেন। এগুলোর ফলে আমাদের দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।’ এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পথে লন্ডনে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।