আন্তর্জাতিক ডেস্কঃইউক্রেন যুদ্ধ, বন্ধ হয়ে থাকা শস্যচুক্তিকে পুনরুজ্জীবিত করা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতেরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
ক্ষমতাসীন দলটির মুখপাত্র ওমর চেলিক সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার অবকাশ শহর সোচিতে উভয় নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।’তুরস্ক আশা করছে, এ বৈঠকের মাধ্যমে আসন্ন ‘খাদ্য সংকট’ এড়ানো যাবে।এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একজন মুখপাত্র সোমবার (২৮ আগস্ট) এ তথ্য জানান।
এর আগে বার্তা সংস্থা ব্লুমবার্গের খবরে বলা হয়, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাওয়ার আগে রিসেপ তাইয়েপ এরদোয়ান আগামী ৮ সেপ্টেম্বর ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘বৈঠকের নিবিড় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তবে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে মুখপাত্র কিছু বলেননি।
কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানিবিষয়ক চুক্তি করতে তুরস্ক যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনকে সহায়তা করেছিল। গত মাসে রাশিয়া জাতিসংঘ সমর্থিত এ চুক্তি থেকে বেরিয়ে গেলে তা পুনরুজ্জীবিত করতে তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।