News71.com
 International
 15 Jul 16, 09:15 PM
 508           
 0
 15 Jul 16, 09:15 PM

ফ্রান্সে ভয়াবহ জঙ্গী হামলার কারনে পপ স্টার রিহানার অনুষ্ঠান বাতিল।।

ফ্রান্সে ভয়াবহ জঙ্গী হামলার কারনে পপ স্টার রিহানার অনুষ্ঠান বাতিল।।

 

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে ভয়াবহ জঙ্গী হামলার জেরে নিজের ‘অ্যান্টি ওয়ার্ল্ড ট্যুর’ সঙ্গীতানুষ্ঠান বাতিল করলেন পপ স্টার রিহানা। আজ নিসের আলিয়াঁস স্টেডিয়ামে অনুষ্ঠান করার কথা ছিল তার।

তার ঠিক আগেই গতকাল‘বাস্তিল দিবস’–এর উৎসব চলাকালীন নিসের সমুদ্র সৈকতের কাছে ভয়ঙ্কর ট্রাক–হামলা। এর পরই নিজের অনুষ্ঠান বাতিল করেন রিহানা। অনুষ্ঠানটি বাতিল করার খবর টুইটারে দেন শহরের মেয়র ক্রিসতিয়াঁ এস্ত্রোসি। রিহানার অনুষ্ঠানের পাশাপাশি, পূর্ব নির্ধারিত বিশেষ জ্যাজ উৎসবও বাতিল হয়েছে।

আজ শহরের পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। গতকাল হামলার সময় শহরেই ছিলেন রিহানা। তবে তার কিছু হয়নি এবং তিনি বেশ নিরাপদেই আছেন বলে জানিয়েছেন তার প্রতিনিধি। পরে ইনস্ট্যাগ্রামে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান রিহানা। বলেন, ‘নিসে মর্মান্তিক ঘটনার পর অনুষ্ঠান বাতিল হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন