News71.com
 International
 15 Jul 16, 08:09 PM
 525           
 0
 15 Jul 16, 08:09 PM

ক্ষমতার লোভে অরুণাচলের নির্বাচিত সরকারকে উৎখাত করছে মোদী ।। কংগ্রেস সভানেত্রী সনিয়া

ক্ষমতার লোভে অরুণাচলের নির্বাচিত সরকারকে উৎখাত করছে মোদী ।। কংগ্রেস সভানেত্রী সনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে হাতিয়ার করে বৃহস্পতিবার মোদী সরকারের তুলোধনা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তাঁর অভিযোগ, ক্ষমতার লোভে নির্বাচিত সরকারকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র।

গত বুধবার এক রায়ে রাষ্ট্রপতি শাসনকে খারিজ করে অরুণাচলে কংগ্রেস শাসিত সরকারকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর প্রেক্ষিতে এদিন মহারাষ্ট্রের নান্দেঢ়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সনিয়া গাঁধী কেন্দ্রীয় এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ক্ষমতার লোভে বর্তমান সরকার উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশে নির্বাচিত সরকারকে উৎখাত করে মানুষের সিদ্ধান্তকে অসম্মান করছে।

কংগ্রেস সভানেত্রী এদিন সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেন, আদালতের রায়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষা পেয়েছে। তাঁর অভিযোগ, ইউপিএ সরকারের আমলে কৃষক, গরিব ও সংখ্যালঘুদের সুবিধার্থে চালু হওয়া বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পগুলির গুরুত্ব কমিয়ে তাঁদের ক্ষতি করছে।

এদিন প্রয়াত কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শংকর রাও চহ্বনের একটি মূর্তি ও স্মৃতি গ্রন্থাগার উদ্বোধন করতে এসেছিলেন সনিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন