News71.com
 International
 25 Mar 23, 09:16 PM
 33           
 0
 25 Mar 23, 09:16 PM

ন্যাটোর সঙ্গে সংঘাতে জড়াতে চায় না রাশিয়া।।

ন্যাটোর সঙ্গে সংঘাতে জড়াতে চায় না রাশিয়া।।

আন্তর্জাতিক ডেস্কঃপশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার (২৪ মার্চ) দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ একথা জানিয়েছেন। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। তিনি বলেন, আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানে আগ্রহী মস্কো। তবে, ক্রিমিয়া উপদ্বীপ দখলের চেষ্টা করলে কিয়েভের বিরুদ্ধে যেকোন পদক্ষেপ নেয়া হবে বলে ইউক্রেনকে সতর্ক করেছেন তিনি। রুশ বাহিনী প্রয়োজনে কিয়েভ কিংবা পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভ পর্যন্ত অগ্রসর হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেদভেদেভ।  

 

এদিকে শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলে আবারও হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। রুশ সেনাদের প্রতিহতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। মস্কোর সেনাদের বিরুদ্ধে হামলা আরও জোরদারে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে জেলেনস্কিবাহিনী। চার দিনব্যাপী এই প্রশিক্ষণ দিচ্ছে স্প্যানিশ সশস্ত্র বাহিনী। অন্যদিকে কিয়েভকে সামরিক সহযোগিতা আরও বাড়ানোর জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি আবারও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা পুর্নব্যক্ত করেছেন তিনি। তা না করলে চলমান যুদ্ধ আরও দীর্ঘ হবে বলে আশঙ্কার কথা জানান জেলেনস্কি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন