News71.com
 International
 29 Jul 25, 11:04 PM
 15           
 0
 29 Jul 25, 11:04 PM

‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত॥  

‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত॥   

নিউজ ডেস্কঃ নিজেদের স্বল্পমাত্রার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত। প্রলয় নামের এই ক্ষেপণাস্ত্র ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সোমবার ও মঙ্গলবার ওড়িশা উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালায় নয়াদিল্লি। দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত। ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও)। তাদের তথ্যানুযায়ী, ‘প্রলয়’ একটি অত্যাধুনিক, আধা ব্যালিস্টিক, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা যুদ্ধক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভূল আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এ ক্ষেপণাস্ত্র আটকাতে না পারে সেভাবে এটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে বলেও দাবি ভারতের। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছেছে এবং সব লক্ষ্য অর্জন করেছে। ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে নিজের গতিপথ বদলাতে পারে। এতে করে এটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে সহজে ধোঁকা দিতে পারবে। এতে ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানির মোটর, উন্নত নৌ ও বিমান বিদ্যা। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ৩৫০ থেকে ৭০০ কিলোগ্রাম ওজনের কনভেনশনাল ওয়ারহেড বহন করতে পারে। শত্রুদের কমান্ড সেন্টার, লজিস্টিক হাব, বিমানঘাঁটিতে নির্ভুল আঘাতের জন্য এটি তৈরি করা হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনাদোলু এজেন্সি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন