News71.com
 International
 14 Mar 23, 11:40 AM
 107           
 0
 14 Mar 23, 11:40 AM

প্রেসিডেন্ট নির্বাচনে কতোটা চ্যালেঞ্জের মুখে এরদোয়ান।।

প্রেসিডেন্ট নির্বাচনে কতোটা চ্যালেঞ্জের মুখে এরদোয়ান।।

আন্তর্জাতিক ডেস্কঃ রিসেপ তাইয়েপ এরদোয়ান, তার উত্থান শুরু হয় প্রায় তিন দশক আগে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। এরপরে তিনবার প্রধানমন্ত্রী ও দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। ক্ষমতা অব্যাহত রাখার লক্ষ্যে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনও লড়বেন।

 

তুরস্ক যখন বিধ্বংসী ভয়াবহ ভূমিকম্প-পরবর্তী বিপর্যয় মোকাবিলার চেষ্টা করছে, তখনই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে এই কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের এই ভূমিকম্পে তুরস্কে প্রায় ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে ১৫ লাখের মতো মানুষ। এ দুর্যোগ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে। এছাড়াও রয়েছে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতিও টালমাটাল। দেশটিতে মুদ্রাস্ফীতি এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে জীবনযাত্রার খরচ মেটাতে মানুষের নাভিশ্বাস ওঠেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন