News71.com
 International
 06 Feb 23, 11:16 PM
 121           
 0
 06 Feb 23, 11:16 PM

যুক্তরাষ্ট্রেও এবার ভূমিকম্পের আঘাত।।

যুক্তরাষ্ট্রেও এবার ভূমিকম্পের আঘাত।।

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র শীতের মধ্যে এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ৩ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতরের বরাতে সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, স্থানীয় সময় সকাল সোয়া ৬টার দিকে বাসিন্দারা কম্পন অনুভব করেন। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না জানা যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিম সেনেকা থেকে ১ দশমিক ৩ মাইল পূর্ব-উত্তরপূর্ব। ভূমিকম্পের পর এরি কাউন্টির এক্সিকিউটিভ মার্ক পোলোনকার্জ কাউন্টি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উত্তরে নায়াগ্রা জলপ্রপাত এবং দক্ষিণে অর্চার্ড পার্ক পর্যন্ত একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।এদিকে, তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৬০০ মানুষ। আহত হয়েছেন ৬ হাজারের বেশি। তুর্কি প্রশাসনের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভূমিকম্পে তুরস্কে ১ হাজার ১৪ জন নিহত এবং ৫ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। এছাড়া সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ভূমিকম্পে ৫৮২ জনের বেশি নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন