News71.com
 International
 03 Feb 23, 11:28 PM
 119           
 0
 03 Feb 23, 11:28 PM

এক সপ্তাহে ১০ হাজার কোটি ডলার খোয়ালো আদানি গ্রুপ।।

এক সপ্তাহে ১০ হাজার কোটি ডলার খোয়ালো আদানি গ্রুপ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমাগত পড়ছে আদানি গ্রুপের শেয়ারের দর। হিন্ডেনবার্গের প্রতিবেদনের পর থেকে গত এক সপ্তাহে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছে ভারতীয় এই শিল্পগোষ্ঠী।গত এক সপ্তাহে সব মিলিয়ে আদানিদের ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া। প্রায় ৮ লাখ ২২ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে গৌতম আদানি পরিচালিত শিল্পগোষ্ঠীর। এফপিও বাতিলের পর বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, নতুন করে শুধু আদানি গোষ্ঠীর মূল সংস্থা ‘আদানি এন্টারপ্রাইজেস’- এর শেয়ারের দর পড়েছে ১০ শতাংশ।যদিও বৃহস্পতিবার দিনের শুরুতে ‘আদানি এন্টারপ্রাইজেস’-এর শেয়ারের দর ঊর্ধ্বমুখী ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর পড়তে শুরু করে। গত ৯ দিনে ‘আদানি এন্টারপ্রাইজেস’-এর শেয়ারের দাম ৩৮ শতাংশ কমেছিল। একইভাবে আদানি গোষ্ঠীর অন্য সংস্থাগুলোর শেয়ারের দামও বৃহস্পতিবার কমেছে অনেকটা। ‘আদানি টোটাল গ্যাস’, ‘আদানি পোর্টস অ্যান্ড সোশ্যাল ইকোনমিক জোন’, ‘আদানি গ্রিন এনার্জি’ এবং ‘আদানি ট্রান্সমিশন’-এর শেয়ারের দাম ১০ শতাংশ করে কমেছে।২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি, শেষ ৯ দিনে এই সংস্থাগুলোর শেয়ারের দর কমেছে যথাক্রমে ৫১ শতাংশ, ৩৫ শতাংশ, ৪০ শতাংশ এবং ৩৭ শতাংশ।‘আদানি পাওয়ার’ এবং ‘আদানি উইলমার’-এর শেয়ারের দাম বৃহস্পতিবার নতুন করে পড়েছে ৫ শতাংশ করে। গত ৯ দিনে তাদের শেয়ারের দাম কমেছিল ২৩ শতাংশ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন