News71.com
 International
 29 Sep 22, 04:16 PM
 1118           
 0
 29 Sep 22, 04:16 PM

ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইনে আরেকটি ছিদ্র।।

ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইনে আরেকটি ছিদ্র।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পাইপলাইন নর্ডস্ট্রিম-২তে আরেকটি ছিদ্র পাওয়ার কথা জানিয়েছে সুইডেন। স্থানীয় সংবাদমাধ্যম এসভেন্সকা দাগব্লাদেতকে এ তথ্য জানিয়েছেন সুইডেনের কোস্টগার্ডের মুখপাত্র।  ইউরোপীয় ইউনিয়ন সন্দেহ করছে যে নাশকতা করে নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে ছিদ্র করা হয়েছে। এ জন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করছে।  সুইডেনের কোস্টগার্ডের মুখপাত্র জেনি লার্সন বুধবার(২৮ সেপ্টেম্বর) জেনি লার্সন বলেন, নর্ডস্ট্রিম-১ ও নর্ডস্ট্রিম-১ পাইপলাইনে চারটির মধ্যে দুটি ছিদ্রই সুইডেনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মধ্যে পাওয়া গেছে। আর দুটি পাওয়া গেছে ডেনমার্কের বিশেষ অর্থনৈতিক অঞ্চল।  এ নিয়ে সুইডেন কোস্টগার্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ক্রেমলিন বলছে, গ্যাস লাইন ছিদ্রের জন্য যারা রাশিয়াকে দায়ী করছে তারা মূর্খের কাজ করছে।  সিসমোলজিস্টরা বলছেন, গ্যাসের পাইপলাইন ছিদ্র হওয়ায় আগে পানির নিচে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সুইডেনের ন্যাশনাল সিসমোলজি সেন্টারের জর্ন লুন্দ বলেন, এগুলো যে বিস্ফোরণ ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন