News71.com
 International
 21 Sep 22, 10:09 PM
 139           
 0
 21 Sep 22, 10:09 PM

চোর ও খুনিদের ইউক্রেনে পাঠানোর নির্দেশ পুতিনের।।গার্ডিয়ান

চোর ও খুনিদের ইউক্রেনে পাঠানোর নির্দেশ পুতিনের।।গার্ডিয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার কারাগারে বন্দী চোর ও খুনিদের ইউক্রেন যুদ্ধের পাঠাতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই চোর ও খুনিদের ইউক্রেনে পাঠাতে রুশ প্যারামিলিটারি দল ওয়েগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে দায়িত্ব দিয়েছেন পুতিন। এই প্রতিবেদন এমন সময় প্রকাশিত হলো যখন পুতিন ইউক্রেনে সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।  বুধবার ( ২১ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এক পুতিন বলেন, সর্বশক্তি দিয়ে তার দেশ পশ্চিমাদের প্রতিহত করবে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৪৮২ কিলোমিটার দূরে অবস্থিত তানবোভ অঞ্চলের একটি কারাগারের কয়েদি গার্ডিয়ানকে জানিয়েছেন, তাদের কারাগারে হেলিকপ্টারে চড়ে গিয়েছিলেন প্রিগোজিন।  ওই কয়েদি বলেন, আমরা আমাদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে প্রিগোজিন সত্যিই আমাদের সাথে দেখা করতে এসেছেন। কিন্তু সেখানে তিনি আমাদেরকে ওয়াগনার প্যারামিলিটারি দলে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধের যাওয়ার আহ্বান জানান। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন