News71.com
 International
 11 Jul 16, 12:21 PM
 508           
 0
 11 Jul 16, 12:21 PM

দক্ষিণ সুদানে সংঘাতে জাতিসংঘের নিন্দা

দক্ষিণ সুদানে সংঘাতে জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানে সাম্প্রতিক সময়ে সংঘাতের নিন্দা করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আর একই সঙ্গে এই পরিস্থিতির দ্রুত অবসান ও সংঘাত ছড়িয়ে পড়া রোধে আহ্বান জানানো হয়েছে। সেখানে অতিরিক্ত শান্তিরক্ষী পাঠানোর কথা বলা হয়েছে।

গত শুক্রবার পঞ্চম স্বাধীনতা দিবসে দক্ষিণ সুদানের রাজধানী জুবায় প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগতদের মধ্যে সংঘাত শুরু হয়। সংঘাতে শতাধিক মানুষ নিহত হয়েছে। রিক মাচারের অনুগতদের দাবি, প্রেসিডেন্ট সিলভা কিরের অনুগতরা প্রথমে তাদের ওপর হামলা চালায়। মাচারের এক মুখপাত্র বলেছেন, দেশ ফের যুদ্ধ পরিস্থিতিতে চলে গেছে।

গত শুক্রবার সংঘাত শুরুর পর শনিবার পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গতকাল রবিবার নতুন করে সংঘাত শুরু হয়। জাতিসংঘ মিশন বলেছে, সংঘর্ষের সময় অন্তত কয়েকশো মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য তাদের স্থাপনার কাছে গিয়েছিল। সংঘাতের কারণে দেশের স্থিতিশীল পরিস্থিতিস ও ২০১৫ সালের শান্তিচুক্তি হুমকির মুখে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন