News71.com
 International
 11 Jul 16, 12:17 PM
 553           
 0
 11 Jul 16, 12:17 PM

মোদির সফরের মধ্যেই তানজানিয়াকে ৬০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করল ভারত

মোদির সফরের মধ্যেই তানজানিয়াকে ৬০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : দার-এস-সালাম: উন্নয়নের খাতে তানজানিয়াকে ৯২ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬০৭ কোটি টাকা) ঋণ দিতে সম্মত হল ভারত। এই মর্মে দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আফ্রিকা-জাত এ দেশটি সফর করছেন। এদিন তানজানীয় প্রেসিডেন্ট জন পোম্বে জোসেফ মাগুফুলির সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে তানজানিয়ার উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন মোদী।

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিশেষ করে সমুদ্র-নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলেনে মোদী জানান, তানজানিয়ার প্রয়োজনের স্বার্থে সর্বদা পাশে রয়েছে ভারত। এদিন দুদেশের মধ্যে মোট পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে – জাঞ্জিবারের জল সরবরাহ প্রকল্পের আধুনিকীকরণ ও পুনর্বাসন খাতে ৯২ মিলিয়ন মার্কিন ডলার ঋণ।

পাশাপাশি, জলসম্পদ পরিচালন এবং উন্নয়ন, জাঞ্জিবারে বৃত্তিশিক্ষা কেন্দ্র গঠন, কূটনৈতিক/সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা মকুব এবং উভয় দেশের ক্ষুদ্র শিল্পের মধ্যে একটি চুক্তি হয়েছে। অন্যদিকে, তানজানিয়ার সঙ্গে কৃষি চুক্তির মাধ্যমে সেদেশ থেকে আরও বেশি পরিমাণ ডাল আমদানি করার বন্দোবস্ত করল ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন