News71.com
 International
 29 Jul 22, 10:48 AM
 887           
 0
 29 Jul 22, 10:48 AM

শ্রীলঙ্কার হামবানতোতা বন্দরের উদ্দেশ্যে চিনা জাহাজ॥ ভারতের কড়া প্রতিক্রিয়া

শ্রীলঙ্কার হামবানতোতা বন্দরের উদ্দেশ্যে চিনা জাহাজ॥ ভারতের কড়া প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার হামবানতোতা বন্দরের উদ্দেশে রওনা দেওয়া চিনা জাহাজের গতিবিধির উপর কড়া নজর রাখছে ভারত। গতকাল বৃহস্পতিবারই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে একথা জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। হামবানতোতা বন্দরে চিনা ‘কার্যকলাপ’ নিয়ে দীর্ঘ দিন ধরেই ভারতের আপত্তি রয়েছে। বর্তমানে শ্রীলঙ্কার অর্থনৈতিক এবং রাজনৈতিক টানাপড়েনের মধ্যে চিনা জাহাজের হামবানতোতা বন্দরের দিকে এগিয়ে যাওয়া ভারত যে তেমন ভাল চোখে দেখছে না, তা স্পষ্ট হল দেশটির বিদেশ মন্ত্রকের বিবৃতিতে।

সূত্রের খবর, আগামী ১১ অগস্ট হামবানতোতা বন্দরে পৌঁছতে পারে চিনের ইউয়ান ওয়াং ৫ জাহাজটি। শ্রীলঙ্কার ওই বন্দর ব্যবহার করেই ভারত মহাসাগরের উত্তর-পশ্চিমে স্পেস ট্র্যাকিং এবং স্যাটেলাইট কন্ট্রোলের কাজ করবে জাহাজটি। এ নিয়ে বৃহস্পতিবার নির্ধারিত সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের উপর প্রভাব ফেলতে পারে, এমন সমস্ত বিষয়ের নজরদারি করে সরকার। শুধু তাই নয়, দেশের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়।’’ শেষে তিনি যোগ করেন, ‘‘আমার মনে হয়, এইটুকু বার্তাই যথেষ্ট।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন