News71.com
 International
 29 Jul 22, 10:46 AM
 950           
 0
 29 Jul 22, 10:46 AM

মাঝ আকাশে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ভেঙে দুই পাইলটের মৃত্যু॥

মাঝ আকাশে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ভেঙে দুই পাইলটের মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে একটি যুদ্ধবিমান মাঝ আকাশে ভেঙে গিয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় এ দুর্ঘটনা ঘটে।আকস্মিকভাবেই মাঝ আকাশে মিগ ২১ প্রশিক্ষণ বিমানটি ভেঙে যায়। এতে থাকা পাইলটদের শরীর টুকরো টুকরো হয়ে গেছে।বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ পড়ে আছে।

বিশেষ প্রশিক্ষণের অংশ হিসেবে রাতের আকাশে উড্ডয়ন করেছিল যুদ্ধবিমানটি। বিধ্বস্ত হওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিমান বাহিনীর কর্মকর্তারা।ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার কারণ পরিষ্কার নয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ঘটনার পর বিমান বাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছেন। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, রাজস্থানের বারমারের কাছে বিমান বাহিনীর মিগ ২১ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই বিমানযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।

সূত্রঃহিন্দুস্তান টাইমস

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন