News71.com
 International
 28 Jul 22, 07:43 PM
 635           
 0
 28 Jul 22, 07:43 PM

ভারতের গুজরাটে বিষাক্ত মদ পান করে ৪২ জনের মৃত্যু॥ অসুস্থ শতাধিক

ভারতের গুজরাটে বিষাক্ত মদ পান করে ৪২ জনের মৃত্যু॥ অসুস্থ শতাধিক

নিউজ ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্যের পশ্চিমাঞ্চলে বিষাক্ত মদপানে কমপক্ষে ৪২ জনের মৃত্যু ও অসুস্থ হয়ে পড়া প্রায় একশ’ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এ ঘটনার পরই সরকারি কর্তৃপক্ষ মদ আমদানি-রফতানি ও প্রস্তুতকারকদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার পুলিশ এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, এ সপ্তাহের গোড়ার দিকে গুজরাট রাজ্যের অনেক গ্রামে বিক্রি করা বিষাক্ত মদপান করার পর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

গুজরাট রাজ্যের সিনিয়র পুলিশ কর্মকর্তা অশোক ইয়াদেব বলেন, মদপানের পর থেকে এ পর্যন্ত বোতাদ জেলায় ৩১ জনের মৃত্যু ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে মদ্যপান ও মদ বিক্রি আইনগতভাবে নিষিদ্ধ। পুলিশের আরেক সিনিয়র কর্মকর্তা ভি চন্দ্রশেখর বলেন, পার্শ্ববর্তীতে আহমেদাবাদ নগরীতে অপর ১১ জনের মৃত্যু হয়। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংবি এক বিবৃতিতে বলেন, ‘তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, তারা বিষাক্ত মদপান করেছিলেন।’ তিনি বলেন, এ মদপানের ঘটনায় চিকিৎসার জন্য ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন