News71.com
 International
 28 Jul 22, 07:38 PM
 132           
 0
 28 Jul 22, 07:38 PM

ভারতের বিহারে গত ২৪ ঘন্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু॥

ভারতের বিহারে গত ২৪ ঘন্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ২০ জন মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার বিহারের উত্তরের জেলাগুলোয় ভারী বৃষ্টির সঙ্গে আরও বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আজকের বজ্রপাতে নিহতদের ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি মৃতের পরিবারকে চার লাখ রুপি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

উল্লেখ্য গত বেশ কয়েক বছর ধরে ভারতে প্রতিবছর বর্ষাকালে বজ্রপাতের ঘটনায় শত শত মানুষের প্রাণহানি হয়। দেশটিতে বজ্রপাতের ঘটনা সবচেয়ে বেশি ঘটে বিহার রাজ্যে। ভারতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেশি হওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে অন্য দেশের তুলনায় ঘরের বাইরে বহু মানুষ কাজ করার বিষয়টির কথা বলা হয়। এতে বজ্রপাতে প্রাণ হারানোর ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটেরোলজির সংগ্রহ করা উপগ্রহ চিত্রে দেখা যায়, ১৯৯৫ থেকে ২০১৪ সালে ভারতে বজ্রপাতের ঘটনা বেশ দ্রুত বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন