News71.com
 International
 28 Jul 22, 02:18 PM
 130           
 0
 28 Jul 22, 02:18 PM

ইরাকে পার্লামেন্টের ভেতরে ঢুকে বিক্ষোভ।।ইরান সমর্থিত দলগুলো

ইরাকে পার্লামেন্টের ভেতরে ঢুকে বিক্ষোভ।।ইরান সমর্থিত দলগুলো

আন্তর্জাতিক ডেস্কঃ বিক্ষোভে উত্তাল ইরাক। ইরান সমর্থিত দলগুলোর প্রধানমন্ত্রীর জন্য মনোনীত ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভে কয়েকশ’ ইরাকি বিক্ষোভকারী বুধবার (২৭ জুলাই) পার্লামেন্টের ভেতরে ঢুকে পড়ে। তারা ইরানবিরোধী স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিল প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী। ইরাকের পার্লামেন্টের স্পিকারের টেবিলে শুয়ে থাকতে দেখা গেছে এক বিক্ষোভকারীকে।বিক্ষোভকারীদের সংসদের মেঝেতে টেবিলের ওপর দিয়ে হেঁটে যেতে, আইনপ্রণেতাদের চেয়ারে বসে ইরাকি পতাকা নাড়াতে দেখা গেছে। কেন্দ্রীয় নির্বাচনের প্রায় দশ মাস পর এই ঘটনা ইরাকের রাজনৈতিক সংগ্রামকে সামনে এনেছে।

বিক্ষোভকারীরা বলেন, এখন ইরাকি জনগণ প্রত্যেক সম্মানিত ব্যক্তি এবং রাজনীতিবিদকে জনগণের অর্থের চোরদের জবাবদিহি করতে বলছে। পার্লামেন্টে দাঁড়িয়ে, আমরা সমস্ত দুর্নীতিবাজকে জবাবদিহি করতে এবং তালিকার শীর্ষে রাখার দাবি জানাচ্ছি। বিক্ষোভের সময় পার্লামেন্টে কোনো আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না। শুধু নিরাপত্তা বাহিনী ভবনের ভেতরে ছিল এবং তারা বিক্ষোভকারীদের প্রবেশে খুব একটা বাধা দেয়নি বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন