News71.com
 International
 27 Jul 22, 11:50 AM
 578           
 0
 27 Jul 22, 11:50 AM

ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প।। ক্ষতির শঙ্কা

ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প।। ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।  মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১। বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোর পৌনে ৫টার দিকে দেশটির ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ উত্তর লোজন শহরে উত্তরাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন। এ খবর দিয়েছে এনডিটিভি ও রয়টার্স। প্রতিবেদেনে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্প উত্তর ফিলিপাইনে কেঁপে ওঠে, এতে অনেক ক্ষতি হয়েছে। 

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল কম্পনে ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ সময় রাজধানীতে বিল্ডিং ছেড়ে লোকজনকে ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পটি আবরা প্রদেশের চারপাশে একটি পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয়। এ কম্পটি ২৫ কিলোমিটার (১৫ মাইল) গভীরতায় স্থানীয় ফল্টে চলাচলের মাধ্যমে শুরু হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন