News71.com
 International
 10 Jul 16, 03:36 PM
 557           
 0
 10 Jul 16, 03:36 PM

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় একটি নগরীতে বন্দুকধারীদের হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। আবার অপর এক হামলায় আরেকটি পরিবারের তিন জন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার এই ঘটনা ঘটে।

তামাউলিপাস রাজ্যের মহাসচিব হারমিনিও গার্জা প্যালাসিওস বলেন, সিউদাদা ভিক্টোরিয়ার দুটি প্রতিদ্বন্দ্বী অপরাধ চক্রের মধ্যকার বিরোধকে কেন্দ্র করে এই হামলা দুটি চালানো হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি এবং অপরাধ চক্রগুলোর নামও উল্লেখ করেননি।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, স্থানীয় সময় আজ সকাল বন্দুকধারীরা লোপেজ ম্যাটেওসের একটি বাড়িতে ঢুকে দুই পুরুষ, চার নারী ও পাঁচটি মেয়ে শিশুকে হত্যা করে। এই ঘটনার প্রায় ৪৫ মিনিট পর সশস্ত্র হামলাকারীরা রেভোলুসিওন এলাকার একটি বাড়িতে ঢুকে অপর এক পরিবারের এক পুরুষ ও দুই নারীকে হত্যা করে। জানা গেছে, এই হামলায় আরও চারজন আহত হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য ও কেন্দ্র কর্তৃপক্ষ এই অপরাধগুলোর তদন্ত করছে এবং হত্যাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন