News71.com
 International
 10 Jul 16, 11:30 AM
 522           
 0
 10 Jul 16, 11:30 AM

মেক্সিকোয় দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের ১১ জনসহ নিহত ১৫।।

মেক্সিকোয় দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের ১১ জনসহ নিহত ১৫।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে পৃথক ঘটনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ১১ জনসহ মোট ১৫ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে ও শনিবার দিনের শুরুতে এ সব ঘটনা ঘটে। তবে হত্যার কারন জানা যায়নি।

হারমিনিউ গারজা প্যালাসিওস নামে তামাউলিপসা সরকারের এক মুখপাত্র বলেন, গত শনিবার দিবাগত রাতে তামাউলিপসা রাজ্যে একই পরিবারের ১১ জনকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটানো হয়। এরপর পাশ্ববর্তী সিউদাদ ভিক্টোরিয়ায় আরও ৩ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া মেক্সিকো সিটি শহরে অপর এক হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়।

এসব হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে পরিষ্কার করে কোনো তথ্য জানা না গেলেও সন্ত্রাসী গ্রুপ জেটাস কার্টাল বহুদিন ধরে শহরটি দখলে নেওয়ার চেষ্টা করছে। গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত তাদের হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন