News71.com
 International
 01 Jul 22, 08:12 PM
 1093           
 0
 01 Jul 22, 08:12 PM

কলকাতায় রথযাত্রা সূচনা মমতার।।দিলেন সম্প্রীতির বার্তা

কলকাতায় রথযাত্রা সূচনা মমতার।।দিলেন সম্প্রীতির বার্তা

নিউজ ডেস্কঃ দীর্ঘ দুই বছর পর ফের এবার মহাসমারোহে পালিত হয়েছে ইসকনের রথযাত্রা। শুক্রবার (১ জুলাই) কলকাতার ইসকন মন্দিরের সামনে থেকে রথের দড়ি টেনে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নুসরত, সোহমসহ বিশিষ্টজনেরা। হিন্দু রীতি অনুযায়ী তিনটি আলাদা রথে চড়ে শহর কলকাতা প্রদক্ষিণ করেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এদিন রথযাত্রা উপরক্ষে গোটা কলকাতায় ছিল সাজসাজ রব।

যদিও ভারতের উড়িষ্যা রাজ্যের সবচেয়ে বড় এবং প্রধান উৎসব হল রথযাত্রা। যা হয়ে পালন করা হয় রাজ্যটির পুরী জেলায়। ধর্মীয় মতে এই পুরীতেই বিরাজ করেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এখানেই আছে জগন্নাথ দেবের মন্দির। হিন্দুধর্ম মতে, ভগবান নারায়নের অপর একটি রূপ জগন্নাথ। কথিত আছে, স্বপ্নাদেশ পেয়ে পুরীর রাজা স্বয়ং বিশ্বকর্মাকে দায়িত্ব দেন জগন্নাথ দেবের মূর্তি গড়ার। বিশ্বকর্মা জানান, যতদিন মূর্তি গড়া শেষ না হবে ততদিন পুরীর মন্দিরের দরজা খোলা যাবে না। কিন্তু একটা সময় কৌতুহল বসত দরজা খুলে দেন রাজা। বিশ্বকর্মা তার কাজ বন্ধ করে দেন। অসামপ্ত কাজের কারণে জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই রূপ। সেই রূপেই যুগযুগ ধরে পূজা হয়ে আসছে। প্রাচীন রীতি অনুযায়ী, বছররে নির্দিষ্ট কটা দিনে সব ভক্তদের দর্শন দিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে ওঠেন। তবে রথযাত্রা প্রাচীন রীতি হলেও এই উৎসবকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছে ইসকন। সেই ইসকনের কলকাতার রথযাত্রাকে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন