News71.com
 International
 29 Jun 22, 08:52 PM
 1239           
 0
 29 Jun 22, 08:52 PM

তীব্র জ্বালানি সংকটে শ্রীলঙ্কা॥স্কুল কলেজ বন্ধ ঘোষনা-অফিসের কাজ হচ্ছে ঘরে বসে

তীব্র জ্বালানি সংকটে শ্রীলঙ্কা॥স্কুল কলেজ বন্ধ ঘোষনা-অফিসের কাজ হচ্ছে ঘরে বসে

নিউজ ডেস্কঃ এ যাবতকালের সবথেকে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা।দেশটির জ্বালানি সঙ্কট এমন পর্যায়ে পৌঁছেছে যে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। অফিসের কাজও চলছে বাড়ি থেকে। সাধারণ মানুষকে যৎসামান্য পেট্রোল-ডিজেল কেনার জন্য টোকেন দিচ্ছে সেনা। তেল কিনতে মাইল খানেক লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে জনতাকে। শ্রীলঙ্কার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে, যার ফল ভুগতে হচ্ছে দেশটির ২ কোটি ২০ লক্ষ জনতাকে। খাবার, জরুরী ওষুধ, জ্বালানি কেনারও ক্ষমতা নেই দেশটির।

এক অটোরিকশা চালক বলছেন, ‘চার দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি। ভাল করে খাওয়া, ঘুম কিছুই হয়নি।’ টোকেন পেয়ে কলম্বোয় জ্বালানির লাইনে দাঁড়িয়েছিলেন শেলডন নামের ওই অটোচালক। তিনি আরও বলেন, ‘আমরা আয় রোজগার করতে পারছি না, পরিবারকে খাওয়াতে পারছি না।’ অটো নিয়ে বাড়ি থেকে পাঁচ কিমি দূরে আটকে পড়ে আছেন শেলডন, কারণ গাড়িতে একফোটা তেল নেই। আর কতদিন দেশের মজুত জ্বালানি তেল দিয়ে চলবে তা নিয়ে নিশ্চিত নয় কেউই। পেট্রোল, পাওয়ার ও এনার্জি মন্ত্রী কাঞ্চনা উইজেশেকারা জানিয়েছিলেন, দেশে মজুত আছে আর ৯০০০ টন ডিজেল এবং ৬০০০ টন পেট্রোল। কিন্তু বিদেশ থেকে আমদানিরও কোনও খবর নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন