News71.com
 International
 27 Jun 22, 08:23 PM
 964           
 0
 27 Jun 22, 08:23 PM

জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের কাছে যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে ।। ইউক্রেনের প্রেসিডেন্ট

জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের কাছে যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে ।। ইউক্রেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের কাছে যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে বলেছেন, তিনি চান বছরের শেষ নাগাদ যুদ্ধ শেষ হোক।  জেলেনস্কি বলেছেন, যুদ্ধের পরিস্থিতি তার সৈন্যদের জন্য আরও কঠিন করে তুলবে। তাই তিনি জি-৭ নেতাদের কাছে বছরের শেষ নাগাদ যুদ্ধ শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।জেলেনস্কি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জি-৭ নেতাদের কাছে আগামী শীত শুরু হওয়ার এ যুদ্ধ অবসানের আশাবাদ ব্যক্ত করেন।


জি-৭ নেতারা রাশিয়ার বিরুদ্ধে আরও সামরিক সহায়তার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার প্রস্তাব দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দুর্ভিক্ষের আশঙ্কা বেড়ে যাওয়ায় ইউক্রেনের অবরুদ্ধ বন্দরগুলো থেকে শস্য সরবরাহের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

 

সূত্র: সিএনএন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন