News71.com
 International
 27 Jun 22, 12:38 PM
 1111           
 0
 27 Jun 22, 12:38 PM

ইউক্রেনে মাইন অপসারণে রোবট।।

ইউক্রেনে মাইন অপসারণে রোবট।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের অমুনাফাভোগী মাইন পরিষ্কারকারী একটি প্রতিষ্ঠানকে দুটি রোবটিক কুকুর দিতে সম্মত হয়েছে মার্কিন সেনাবাহিনী। দেশটিতে রুশ অভিযানের চার মাস পেরিয়েছে। এতে দেশটিতে অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে পড়েছে। এসব উদ্ধারে কাজ করবে রোবট দুটি। ইউক্রেনে মাইন অপসারণে কাজ করছে হালো ট্রাস্ট। সংস্থাটি গত আট বছরে প্রায় দুই হাজার বিস্ফোরকজনিত ক্ষয়ক্ষতির ঘটনা নথিবদ্ধ করেছে। এতে নারী, পুরুষ ও শিশু সবাই আক্রান্ত হয়েছে।

হালো ট্রাস্টের নির্বাহী পরিচালক ক্রিস হুইটলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দুটি রোবটিক কুকুর দিচ্ছে। বস্টন ডিনামিক্সের তৈরি এ দুটি রোবট ‘স্পট’ নামে পরিচিত। ২০১৪ সাল থেকেই ইউক্রেনকে বিস্ফোরক ও ল্যান্ডমাইন সমস্যা পোহাতে হচ্ছে। ফেব্রুয়ারিতে রাশিযার সঙ্গে যুদ্ধ শুরুর পর তা আরও বেড়েছে। এ যুদ্ধ এখন সীমান্ত এলাকা ছাড়িয়ে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। বিস্তৃত কৃষিক্ষেত্র এবং বনাঞ্চলগুলো এখন বিস্ফোরক দিয়ে ভরা। যেকোনো সময় এসব বিস্ফোরিত হতে পারে।

খবরঃ ফরেন পলিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন