News71.com
 International
 24 Jun 22, 06:37 PM
 1020           
 0
 24 Jun 22, 06:37 PM

খাদ্য-আশ্রয় সংকটে বেঁচে যাওয়া আফগানিরা।।কলেরা ছড়ানোর শঙ্কা 

খাদ্য-আশ্রয় সংকটে বেঁচে যাওয়া আফগানিরা।।কলেরা ছড়ানোর শঙ্কা 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষজন খাদ্য ও আশ্রয় সংকটটে ভুগছে। সেইসঙ্গে সেখানে কলেরা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।     মঙ্গলবার (২১ জুন) দিনগত রাতে আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  দুই দশকের মধ্যে এটাই আফগানিস্তানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ।

এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিধ্বস্ত এলাকায় অনেক মানুষ এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি-ঘরে খোঁজ করছেন তাদের নিখোঁজ হওয়া পরিবারের কেউ বেঁচে আছে কিনা। পাকতিকা প্রদেশের বারমাল জেলার বাসিন্দা আঘা জান বলেন, ভূমিকম্পে তার তিন শিশু সন্তান এবং দুইজন স্ত্রী সবাই নিহত হয়েছেন। যখন ভূমিকম্পটি হয় তখন আঘা দৌড়ে যান ঘরের মধ্যে কিন্তু ততক্ষণে সবকিছু ধ্বংসস্তূপের নিচে। পাকতিকা প্রদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে বারমাল জেলা অন্যতম। এখন পর্যন্ত ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে আর আহত হয়েছে তিন হাজারের মত মানুষ। এরইমধ্যে আফগানিস্তানের তালেবান সরকার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন