News71.com
 International
 19 Jun 22, 06:09 PM
 1109           
 0
 19 Jun 22, 06:09 PM

ইউক্রেনের পূর্বাঞ্চলিয় শহর ইজিয়ামের দখল নিতে অভিযান জোরদার করছে রাশিয়া॥

ইউক্রেনের পূর্বাঞ্চলিয় শহর ইজিয়ামের দখল নিতে অভিযান জোরদার করছে রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। লক্ষ ইজিয়াম শহরের দখল। বর্তমানে দেশটির পূর্বাঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পূর্বাঞ্চলের ইজিয়াম শহরের নিয়ন্ত্রণ নিতে তৎপরতা শুরু করেছে রুশ বাহিনী। গত ৪৮ ঘণ্টা ধরে নতুন করে এই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় উল্লেখ করা হয়, মূলত দোনেৎস্ক অঞ্চলের আরও ভেতরের দিকে ও সেভেরোদোনেৎস্ক শহরের উত্তর দিক থেকে প্রবেশের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে রুশ বাহিনী। ইজিয়াম শহরের বাসিন্দার অনেকেই আটকে পড়েছেন সেখানে। সেভেরোদোনেৎস্কের পরিপূর্ণ দখল নিতে বিমান হামলাও চালাচ্ছে রুশ বাহিনী।

এদিকে লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলেন, লুহানস্কও ব্যাপক হামলা চালাচ্ছেন রুশ সেনারা। একই সঙ্গে সেভেরোদোনেৎস্ক এলাকার সিরোতিন গ্রাম ও ছোট শহর বরিভস্ক দখলে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিহুবোভ বলেন, রুশ সেনারা খারকিভের শহরতলি এলাকায় রকেট হামলা চালিয়েছেন। এতে পৌর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়াও উল্টো হামলার অভিযোগ এনেছে ইউক্রেনের বিরুদ্ধে। দেশটির বার্তা সংস্থা আরআইএর খবরে বলা হয়, দোনেৎস্কে বোমা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এই হামলার কারণে একটি খনির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে ওই কয়লাখনিতে ৭৭ জন খনিশ্রমিক আটকা পড়েছেন। তবে এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন