News71.com
 International
 18 Jun 22, 05:10 PM
 905           
 0
 18 Jun 22, 05:10 PM

ভারতীয় ঢলে শেরপুরের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত।।

ভারতীয় ঢলে শেরপুরের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের তিন উপজেলার ৫০টির বেশি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর থেকে পানি আসা শুরু হলে ওইদিন রাতের দিকে এসব গ্রাম প্লাবিত হয়। 

শনিবার (১৮ জুন) সকালে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, বন্যার্তদের মধ্যে ইতোমধ্যে ১ হাজার ৫০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। তাদের সাহায্যে বরাদ্দ করা হয়েছে ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৩ লাখ টাকা। এ দিকে ঝিনাইগাতি উপজেলায় পৃথক ঘটনায় বন্যার তোড়ে দুজন ভেসে যায়। একদিন পর শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন