News71.com
 International
 18 Jun 22, 01:35 PM
 1316           
 0
 18 Jun 22, 01:35 PM

ভারতে অব্যাহত বিক্ষোভ।। ১২ জেলায় ইন্টারনেট বন্ধ

ভারতে অব্যাহত বিক্ষোভ।। ১২ জেলায় ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ সেনাবাহিনীতে অস্থায়ীভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে ভারতজুড়ে সহিংসতা অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন স্থানে অন্তত ১২টি ট্রেনে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর চালানো হয়েছে স্টেশনে। এদিকে তেলেঙ্গানায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এ ছাড়া বিহারে আন্দোলন রুখতে রাজ্যের ১২টি জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে রাজ্যসরকার।  

আন্দোলনে ইউপিতেই আটক করা হয়েছে ২৬০ জনকে। বিহারে বিজেপি অফিস, গাড়ি ও স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর নিরাপত্তারক্ষীর গুলিতে ২৪ বছর বয়সী যুবকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির। দাউ দাউ করে জ্বলছে ট্রেনের একেকটি বগি। কুণ্ডলী পাকিয়ে উড়ছে ধোঁয়া। তীব্র ধোঁয়ার মধ্যেই আগুন নেভানোর চেষ্টা করছেন রেলের কর্মীরা। ইতোমধ্যেই পুড়ে গেছে ট্রেনের একাংশ। ভয়াবহ এ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের বিহার রাজ্যে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন