News71.com
 International
 17 Jun 22, 11:12 PM
 819           
 0
 17 Jun 22, 11:12 PM

গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী॥

গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী॥

নিউজ ডেস্কঃ গত রবিবার থেকেই হাসপাতালে ভর্তি ভারতীয় কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী। কোভিড পরবর্তী জটিলতার কারণে। শ্বাসনালীতে ফাঙ্গাল ইনফেকশন ধরা পড়েছে। এদিন প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি কংগ্রেসের জনসংযোগ বিভাগে সাধারণ সম্পাদক। জানাগেছে গত ২ জুন কোভিড ধরা পড়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর। ১২ জুন তিনি গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। জানা গিয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছিল। সে কারণেই ভর্তি করা হয় হাসপাতালে। এখন কংগ্রেস সভানেত্রী পর্যবেক্ষণে রয়েছেন। নিয়মিত তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন পুত্র রাহুল এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। গতকালও সারারাত হাসপাতালে চলে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ।


এদিকে আগামী ২৩ জুন ইডি–র জেরার মুখে বসার কথা সোনিয়া গান্ধীর। ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে ছেলে রাহলের সঙ্গে তাঁকেও তলব করেছে ইডি। সোমবার থেকে বুধবার, টানা তিন দিন ৩০ ঘণ্টা ইডির জেরার মুখে বসেছেন রাহুল। বৃহস্পতিবার তিনি আর জেরার মুখে বসতে চাননি। বলেছিলেন, শুক্রবার তাঁকে ফের জেরা করা হোক। পরে শুক্রবারও জেরা থেকে বিরতি চেয়ে নেন রাহুল গান্ধী। ইডি–কে চিঠি দিয়ে জানান এই আবেদন। রাহুল গতকাল জানিয়েছিলেন, আজ গোটা দিন মা সোনিয়া গান্ধীর সঙ্গে হাসপাতালে থাকতে চান। সেই আবেদন মেনে নেয় ইডি। আজ জানিয়েছেন, আগামী কাল শুক্রবারের পরিবর্তে সোমবার ফের তাঁকে জেরা করা হোক। অসুস্থ মায়ের সঙ্গে আরও সময় কাটাতে চান তিনি। প্রসঙ্গত, আজ সকালে গঙ্গা রাম হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাহুল এবং বোন প্রিয়াঙ্কা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন