News71.com
 International
 17 Jun 22, 10:39 PM
 985           
 0
 17 Jun 22, 10:39 PM

ইইউ’র প্রার্থী সদস্য হলো ইউক্রেন।।

ইইউ’র প্রার্থী সদস্য হলো ইউক্রেন।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় কমিশন ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রার্থী সদস্য হিসেবে সুপারিশ করেছে। এর ফলে ইউরোপীয় ব্লকে ইউক্রেনের যোগদানের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন শুক্রবার (১৭ জুন) এ সুপারিশের কথা জানিয়েছেন। খবর আল জাজিরা। শুক্রবার (১৭ জুন) এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এ সময় ইউক্রেনসহ মলদোভা ও জর্জিয়ার ইইউ সদস্যপদের আবেদনের বিষয়ে বক্তব্য দেন তিনি। তিনি বলেন, আমাদের একটি স্পষ্ট বার্তা রয়েছে- আর তা হলো, হ্যাঁ ইউক্রেনের ইউরোপীয় দৃষ্টিভঙ্গি প্রাপ্য।

ইউক্রেনকে একটি প্রার্থী রাষ্ট্র হিসেবে স্বাগত জানানো উচিত। ভালো কাজ সম্পন্ন হবে ভেবে এই সিদ্ধান্ত। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি। পুরো প্রক্রিয়াটি মেধাভিত্তিক। ফলে তা নিয়ম অনুসারে চলবে এবং অগ্রগতি নির্ভর করছে পুরোপুরি ইউক্রেনের ওপর। তিনি বলেন, ইউরোপীয় দৃষ্টিভঙ্গির জন্য ইউক্রেনীয়রা মরতে প্রস্তুত। আমরা চাই, ইউরোপীয় স্বপ্নে তারা আমাদের সঙ্গে জীবনযাপন করুক। তিনি আরও বলেন, নিজেদের পথ নির্ধারণের অধিকার ইউক্রেনের রয়েছে। তবে ইইউ’র প্রত্যাশা একেবারে স্পষ্ট। প্রত্যেক সার্বভৌম রাষ্ট্রের অধিকার রয়েছে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন