News71.com
 International
 23 May 22, 07:37 PM
 948           
 0
 23 May 22, 07:37 PM

কোকা-কোলা।।স্প্রাইট চলে যাওয়ায় বিকল্প পানীয় আনল রাশিয়া

কোকা-কোলা।।স্প্রাইট চলে যাওয়ায় বিকল্প পানীয় আনল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে হামলার পর রুশ বাজার ছেড়ে যায় কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের মতো বৈশ্বিক কোমল পানীয় সব ব্র্যান্ড। এই ক্ষতি পুষিয়ে উঠতে বিকল্প পানীয় আনল রাশিয়ার বেভারেজ প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান। রাশিয়ান সংবাদমাধ্যম দ্য মস্কোটাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় চালুর ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, রুশ নাগরিকরা বিশ্ববিখ্যাত এই তিনটি কোমল পানীয় ব্র্যান্ডের পরিবর্তে কুলকোলা, ফ্যান্সি এবং স্ট্রিট বেছে নিতে পারবেন। মস্কোটাইমস বলছে, গত মার্চ মাসে রাশিয়ায় ব্যবসায়িক কর্মকাণ্ড স্থগিতের ঘোষণা দেয় কোকা-কোলা কোম্পানি। অবশ্য রাশিয়ার অনেক জায়গায় এখনও কোকা-কোলার পণ্য পাওয়া যায়। কিন্তু ব্যবসায়িক কর্মকাণ্ড স্থগিতের ঘোষণা দেওয়ার পর থেকে সেগুলোর দাম মোটামুটি ২০০ শতাংশ বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন