আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মারিওপোলের আজভস্তাল স্টিল কারখানা থেকে গত একদিনে আরও ৭৭১ সেনা আত্মসমর্পণ করেছে করেছে বলে দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৮ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত এক হাজার ৭৩০ সেনা আত্মসমর্পণ করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, আত্মসমর্পণকারী সৈন্যরা প্ল্যান্ট থেকে বেরিয়ে যাচ্ছেন। আহতদের স্ট্রেচার করে নিয়ে যাওয়া হচ্ছে। গত সোমবার থেকে ওই স্টিল কারখানা থেকে সেনাদের বের করে আনা শুরু হয়। আহত সেনাদের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।