News71.com
 International
 17 May 22, 10:29 AM
 599           
 0
 17 May 22, 10:29 AM

সামনের কয়েক মাস আমাদের জন্য কঠিন।। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

সামনের কয়েক মাস আমাদের জন্য কঠিন।। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, দেশটিতে পেট্রোল ফুরিয়ে গেছে এবং প্রয়োজনীয় আমদানির জন্য ডলার খুঁজে পাওয়া যাচ্ছে না। তীব্র অর্থনৈতিক সংকটে ভোগা শ্রীলঙ্কা আগামী দিনে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর সোমবার (১৬মে) প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রনিল বিক্রমাসিংহে। তিনি বলেছেন, আমাদের পেট্রোল ফুরিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কাছে মাত্র আর এক দিনের পেট্রোল মজুত আছে।  নতুন এই লঙ্কান প্রধানমন্ত্রী জানান, সরকার তেলের তিনটি চালানের অর্থ পরিশোধের জন্য ডলার সংগ্রহ করতেও অক্ষম হয়েছে। অর্থ পরিশোধ করতে না পারায় বর্তমানে জাহাজগুলো থেকে কার্গো নামানো যাচ্ছে না। এসব জাহাজ কলম্বো বন্দরের বাইরে অপেক্ষা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন