News71.com
 International
 06 Jul 16, 02:31 PM
 500           
 0
 06 Jul 16, 02:31 PM

সাইকেলে শপথ নিতে এলেন ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন দুই মন্ত্রী!!!

সাইকেলে শপথ নিতে এলেন ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন দুই মন্ত্রী!!!

আন্তর্জাতিক ডেস্কঃ মন্ত্রী হতে শপথ নিতে গেলেন সাইকেলে চড়ে। মন্ত্রী হয়ে ফিরলেনও সাইকেলে। তাঁরা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের দুই নতুন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া ও অর্জুন মেঘওয়াল।

উল্লেখ্য অনেক দিন ধরেই সাইকেল চড়ে সংসদে যান এই দুই জনপ্রতিনিধি। আজ বুধবারও তার ব্যতিক্রম হয়নি। সকালে শপথ নেওয়ার জন্য সাইকেল চেপেই গেলেন দিল্লীর রাষ্ট্রপতি ভবনে। নতুন মন্ত্রীকে নিরাপত্তা দিতে দিল্লি পুলিশও গাড়ি ছেড়ে বাইকে চেপে পথ দেখিয়ে নিয়ে যান। কারণ, নতুন মন্ত্রীদের সাইকেলে দেখে জনতা ও সমর্থকদের রাস্তায় উৎসাহের কোন কমতি ছিল না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন