News71.com
 International
 05 Jul 16, 11:28 AM
 506           
 0
 05 Jul 16, 11:28 AM

ইন্দোনেশিয়ায় পুলিশ হেডকোয়াটারের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ।।

ইন্দোনেশিয়ায় পুলিশ হেডকোয়াটারের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার সোলো শহরে পুলিশ হেডকোয়াটারের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এতে হামলাকারী নিহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যম। স্থানীয় সময় আজ সকাল সাড়ে ৭টার দিকে হামলার এ ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন ।

কেন্দ্রীয় জাভা পুলিশ প্রধান মেজর জেনারেল কন্দ্রো কিরোনো জানান, পুলিশ ও নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। একটি মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী নিজেকে উড়িয়ে দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন