News71.com
 International
 04 Jul 16, 11:53 AM
 446           
 0
 04 Jul 16, 11:53 AM

গুলশানে জঙ্গী হানায় জাপানিজদের মৃত্যুতে ক্ষুব্ধ জাপানের প্রধানমন্ত্রী!

গুলশানে জঙ্গী হানায় জাপানিজদের মৃত্যুতে ক্ষুব্ধ জাপানের প্রধানমন্ত্রী!

 

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি হামলার শিকার হয়ে জাপানের ৭ নাগরিকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, “ঢাকায় এই সন্ত্রাসী হামলা অগ্রহণযোগ্য এবং এটা ‘আমায় ভীষণভাবে ক্ষুব্ধ করেছে’।”

গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় যে ১৭ জন বিদেশি নিহত হন, তার মধ্যে সাতজন ছিল জাপানি, যারা ঢাকার মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ঢাকায় জাপানের যে সাতজন নিহত হয়েছেন, তারা সবাই সেখানে গিয়েছিলেন বাংলাদেশেরই কল্যাণের জন্য। ঢাকার ঘটনার আলোকে আবে প্রবাসে জাপানিদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। সেইসঙ্গে সন্ত্রাসবাদের মূলোৎপাটনে বিশ্ববাসীর সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকারও করেন জাপানি প্রধানমন্ত্রী।

ঢাকায় হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তাদের বাংলাদেশে যাওয়ার জন্য একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীকেও ঢাকায় পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন