News71.com
 International
 29 Nov 21, 12:02 PM
 231           
 0
 29 Nov 21, 12:02 PM

করোনা সংক্রমন ঠেকাতে আবারও সাত দেশের ফ্লাইট স্থগিত করল আমিরাত॥

করোনা সংক্রমন ঠেকাতে আবারও সাত দেশের ফ্লাইট স্থগিত করল আমিরাত॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার নতুন ধরনের সংক্রমণরোধে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার (২৯ নভেম্বর) থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে বলে খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়। ফ্লাইট স্থগিত করা সাত দেশ হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি। প্রতিবেদনে বলা হয়, দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিতাদেশ বহাল থাকবে। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে সংক্রমণ শুরু। এখন তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে।

যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালিতে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছেন। হংকংয়েও হয়েছেন। এর আগে এই ধরনের সংক্রমণ ঠেকাতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া করোনার এই নতুন ধরন শনাক্ত হওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি কোয়ারেন্টিনের বিধিনিষেধ আরোপ করছে অনেক দেশ। ইতোমধ্যে যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও জাপান কোয়ারেন্টিন জোরদারের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন