News71.com
 International
 01 Jul 16, 07:52 PM
 489           
 0
 01 Jul 16, 07:52 PM

প্রেসিডন্টের নতুন শ্রমনীতির বিরুদ্ধে বলিভিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ

প্রেসিডন্টের নতুন শ্রমনীতির বিরুদ্ধে বলিভিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভরত কারখানা শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত ও গ্রেফতার হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, প্রেসিডেন্ট ইভো মোরালেসের নীতির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়া হয়েছিল।

লা পাজ থেকে ৪শত কিলোমিটার (২৫০ মাইল) পূর্বে কোচাবাম্বা নগরীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা একটি প্রধান সড়ক অবরোধ করে রাখলে তাদেরকে সেখান থেকে হটাতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো বলেন, সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারলে ৪ পুলিশ আহত হয়।

ইউনিয়ন নেতা অ্যাঙ্গেল কামাচো বলেন, ‘এই কাপুরুষ পুলিশরা হামলা চালিয়ে ৬০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার ও বেশ কয়েকজনকে আহত করেছে। গত বুধবার দেশটির অন্যান্য ৬টি অঞ্চলে বিক্ষোভকারীরা মিছিল ও সড়ক অবরোধ করে। প্রভিনশিয়াল ওয়ার্কার্স সেন্ট্রাল (সিওবি) ইউনিয়নের ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে তারা এ কর্মসূচিতে অংশ নেয়। সিওবি দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন