News71.com
 International
 01 Jul 16, 01:15 PM
 448           
 0
 01 Jul 16, 01:15 PM

আইসিসির নতুন সহযোগী সদস্য সৌদি আরব

আইসিসির নতুন সহযোগী সদস্য সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: এবার থেকে ক্রিকেটেও শোনা যাবে সৌদি আরবের নাম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ৩৯তম সহযোগী দেশ হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গতকালগতকাল(৩০জুন) বৃহস্পতিবার এডিনবার্গে আইসিসির এক সভায় চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘আইসিসির সহযোগী সদস্য হওয়ায় সৌদি ক্রিকেট সেন্টারকে (এসসিসি) আমি অভিনন্দন জানাই। আমার বিশ্বাস সৌদি আরব তাদের নিজস্ব ভূ-খন্ডে ক্রিকেটের ব্যাপকতা বৃদ্ধিতে ও উন্নয়নে ইতিবাচক এবং সক্রিয় ভূমিকা পালন করবে।’

২০০৩ সাল থেকেই আইসিসির সহকারী সদস্য হিসেবে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত রয়েছে সৌদি আরব। গত ২০১৫ সালের আইসিসির ডেভেলপমেন্ট কমিটির সভায় আইসিসির সহযোগী দেশ হতে আবেদন করে সৌদি আরব। তারই প্রেক্ষিতে আইসিসি তাদের কাজে সন্তুষ্ট হয়ে অবশেষে সৌদি আরব সহযোগী দেশ হিসেবে ঘোষণা করল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন