News71.com
 International
 21 Oct 21, 11:10 AM
 198           
 0
 21 Oct 21, 11:10 AM

ভারত ও নেপালে বন্যায় ১১৬ জনের মৃত্যু॥  

ভারত ও নেপালে বন্যায় ১১৬ জনের মৃত্যু॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বন্যা ও ভূমিধসে কয়েক দিনের মধ্যে ভারত ও নেপালে ১১৬ জনের মৃত্যু হয়েছে। এতে আরও অনেক নিখোঁজ রয়েছে। বুধবার (২০ অক্টোবর) দেশ দু’টির কর্মকর্তারা এ কথা জানান। ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরখন্ডের কর্মকর্তারা বলেছেন, গত কয়েক দিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছে। দক্ষিণের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বলেছেন, সেখানে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

প্রবল বৃষ্টি ও কয়েক দফা ভূমিধসে মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে নৈনিতাল অঞ্চলে পৃথক ৭টি ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে। স্থানীয় কর্মকর্তা প্রদীপ জৈন বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের। ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা হুমকলা পান্ডে বলেন, গত তিন দিন ধরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩ জন নিখোঁজ রয়েছে। এখনো বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আমরা এসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করছি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।
সূত্রঃ বাসস

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন