News71.com
 International
 20 Oct 21, 11:07 PM
 200           
 0
 20 Oct 21, 11:07 PM

অল্পের জন্য বেঁচে গেলেন ক্রুসহ ২১ যাত্রী॥

অল্পের জন্য বেঁচে গেলেন ক্রুসহ ২১ যাত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ কাকতলীয়ভাবে বেঁচে গেলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বোস্টনগামী একটি চার্টার বিমানের সব যাত্রী। বিমানটিতে তিনজন ক্রুসহ মোট ২১ জনের মত যাত্রী ছিলেন। বিমানে আগুন ধরে যাওয়ার আগেই সবাই বেরিয়ে যেতে সক্ষম হন। টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে বিমানটি বোস্টনের উদ্দেশে রওয়ানা দেয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে যে দু’জন এ ঘটনায় আহত হয়েছেন তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। টেক্সাসের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সার্জেন্ট স্টিফেন উডওয়ার্ড বলেছেন, আমরা যতদূর জানতে পেরেছি বিমানটি রানওয়ে শেষ করে ভালোমত উড্ডায়ন করতে পারেনি। তার আগেই বিধ্বস্ত হয়ে যায়। তবে বিমানে আগুন ধরে যাওয়ার আগে সবাই বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন