আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর সম্ভাব্য উত্থানের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। রোববার (১৭ অক্টোবর) তেহরান সফররত অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ল্যানস্কি টিফেনথালের সঙ্গে এক বৈঠকে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন।পরপর গত দুই শুক্রবার আফগানিস্তানের দু’টি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানান আব্দুল্লাহিয়ান। ওই দুই হামলায় শত শত মুসল্লি হতাহত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দায়েশসহ [আইএস] অন্যান্য তাকফিরি জঙ্গি গোষ্ঠীর উত্থান অত্যন্ত বিপজ্জনক। এছাড়া, আফগানিস্তানের ওপর পশ্চিমাদের চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে সেদেশের বাস্তুহারা জনগোষ্ঠীর প্রতি আরো বেশী দায়িত্বশীল হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান আব্দুল্লাহিয়ান। সাক্ষাতে অস্ট্রিয়ার সঙ্গে ইরানের দীর্ঘদিনের সুসম্পর্কে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করাকে তেহরান যথেষ্ট গুরুত্ব দেয়।