News71.com
 International
 12 Oct 21, 11:59 PM
 255           
 0
 12 Oct 21, 11:59 PM

কলকাতার দূর্গাপূজা॥ মণ্ডপগুলোতে দর্শনার্থীর উপচেপড়া ভিড়

কলকাতার দূর্গাপূজা॥ মণ্ডপগুলোতে দর্শনার্থীর উপচেপড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্কঃ আজ সপ্তমি, মণ্ডপগুলোতে চলছে পূজা আর্চনা। মহাষষ্ঠীতেও দিনভর কলকাতার মণ্ডপগুলোতে গত বছরের তুলনায় বেশি দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। করোনা প্রটোকল মেনে এবার আয়োজকরা মণ্ডপ তৈরি করেছেন। ফলে হাইকোর্টের বিধিনিষেধের মধ্যেও ঠাকুর দেখতে পেয়ে খুশি সবাই। উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতা ছাড়াও লাগোয়া উপশহর সল্টলেকে এবার নজরকাড়া পূজার আয়োজন হয়েছে। পূজা মণ্ডপের আয়োজকরা এবার দেবী দর্শন করতে দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই খোলা জায়গায় প্যান্ডেল করেছেন, যাতে একদিকে করোনা প্রটোকল মানা যায়, আর দেবী দর্শনও হয়। দর্শকরাও খোলা মণ্ডপ দেখে খুশি, তাই যে যার মতো দেবীকে সঙ্গে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে।

সল্টলেকে এফডি ব্লক দুর্গা উৎসব কমিটির সম্পাদক শর্মিলা চট্টোপাধ্যায়। মহাষষ্ঠীর বিকেল গড়াতেই ভিড় বাড়তে দেখা যায় সল্টলেকের এজে ব্লকের পূজা মণ্ডপেও। সেখানে করোনা সংকটকে মাথায় রেখেই তৈরি হয়েছে ঠাকুর দালানের আদলে প্যান্ডেল। এদিকে মধ্য কলকাতার লেডিস পার্কের পূজাতে তুলে আনা হয়েছে মহামারি করোনাকে হার মানিয়ে সম্ভাবনার কথা, সুদিনের কথা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নামে আলোর ঝর্ণাধারা। রাতের দুর্গা পূজা দেখতে এভাবেই সব বয়সী মানুষকে পথে নামতে দেখা গেল মহাষষ্ঠীর সন্ধ্যাতেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন