News71.com
 International
 06 Oct 21, 11:27 PM
 176           
 0
 06 Oct 21, 11:27 PM

টিকা না নিয়ে মানুষ অহেতুক মারা যাচ্ছে॥ ডব্লিউএইচও

টিকা না নিয়ে মানুষ অহেতুক মারা যাচ্ছে॥ ডব্লিউএইচও

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ টিকা না নেওয়া ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ‘অহেতুক মারা’ যাচ্ছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, এই মহামারির বিরুদ্ধে লড়ার একমাত্র অস্ত্র হলো টিকা। করোনা থেকে রক্ষায় বৈশ্বিক টিকার সুষম বণ্টন ও মানুষের রোগপ্রতিরোধ বাড়ানোই একমাত্র উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৫৬টি দেশ ডব্লিউএইচওর লক্ষ্য পূরণে পেছনে পড়েছে। চলতি বছর সেপ্টেম্বরের মধ্যে দেশগুলো মাত্র ১০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে পেরেছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, টিকা নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অনেক কমে যায়। বৈশ্বজুড়ে ৫০ লাখ করোনাভাইরাসের গুরুতর রোগী হাসপাতালে ভর্তি ও করোনার মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই বুস্টার ডোজের প্রয়োগের বিরোধিতা করে আসছে। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন