News71.com
 International
 12 Sep 21, 11:29 PM
 282           
 0
 12 Sep 21, 11:29 PM

ভারতের পর এবার শিশুদের জন্য করোনার টিকা আনছে ফাইজার॥

ভারতের পর এবার শিশুদের জন্য করোনার টিকা আনছে ফাইজার॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘ফাইজার’ জানিয়েছে এবার তারা ৫ থেকে ১১ বছরের শিশুদেরও কোভিড টিকা উৎপাদনের জন্য প্রস্তুত। প্রাপ্তবয়স্কদের টিকার মতো এটিও ‘বায়োএনটেক’-এর সহযোগিতায় বানিয়েছে ফাইজার। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা ভোজলেম তাওরেসি জার্মান সংবাদমাধ্যম ডের স্পাইগেলকে (DER SPIEGEL) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘৫ থেকে ১১ বছরের শিশুদের যাতে অবিলম্বে এ কোভিড টিকা দেওয়া সম্ভব হয়, সে জন্য আমরা বিশ্বজুড়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছিলাম। শিশুদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে আমরা নিশ্চিত। দ্রুত অনুমোদনের জন্য ওই ট্রায়ালের ফলাফল এবার আমরা আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে জমা দেবো।’ যুক্তরাষ্ট্রে শিশুদের করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেশ উদ্বেগজনক। বিভিন্ন রাজ্যে ডেল্টায় আক্রান্ত হয়ে শিশুদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনা দ্রুত বাড়ছে। আমেরিকান অ্যাকাডেমি অব পিডিয়াট্রিক্স জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি শিশু কোভিডে আক্রান্ত হয়েছে। গত ২৬ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তায় দেশটিতে নতুন করে আরও আড়াই লাখ শিশু আক্রান্ত হয়েছে। যাদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। শুধু ৭ সেপ্টেম্বর এক দিনেই ২ হাজার ৩৯৬ জন শিশু কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আমেরিকার বিভিন্ন হাসপাতালে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন